Header Ads

Haarp ki | What is Haarp | হার্প কি?

 


High-frequency Active Auroral Research Program (HAARP). হাই ফ্রিকুয়েন্সি অ্যাক্টিভ অরোরাল রিসার্চ প্রোগ্রাম যাকে সংক্ষেপে হার্প (HAARP) বলে । এটি এমন একটি বৈজ্ঞানিক প্রচেষ্টা যার লক্ষ্য আয়নোস্ফিয়ারের বৈশিষ্ট্য এবং আচরণ অধ্যয়ন করা । আয়নোস্ফিয়ার হলো পৃথিবীর বায়ুমন্ডলের সর্বশেষ স্তর যা পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 50 থেকে 400 মাইল পর্যন্ত বিস্তৃত এবং মহাকাশের ঠিক প্রান্তে । হার্প প্রকল্পে উচ্চ তরঙ্গ ব্যবহার করে পৃথিবীর বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার স্তরে এ গবেষণা চালানো হয় । এটি সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি গবেষণা প্রকল্প হিসেবে শুরু হয় যা ২০১৫ সালের ১১ আগস্ট আলাস্কা বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করা হয় । এটি নিয়ে মানুষের মনে অস্পষ্ট ধারনা রয়েছে । কেউ কেউ বলছেন কৃত্রিমভাবে কীভাবে আবহাওয়া নিয়ন্ত্রন করা যায় তা নিয়ে হার্প প্রকল্প কাজ করে । আবার কেউ কেউ বলছেন এ প্রকল্প উচ্চ তরঙ্গ ব্যবহার করে পৃথিবী থেকেই কীভাবে আয়নোস্ফিয়ার স্তরকে নিয়ন্ত্রন করে বিভিন্ন মহাজাগতিক ও অন্যান্য তেজষ্ক্রিয় রশ্মি থেকে পৃথিবীকে বাচানো যায় তা নিয়ে কাজ করে । আমার মতে কোন ধারনাকেই উড়িয়ে দেওয়া যায় না । দুটি ধারনারই কিছু কিছু বৈজ্ঞানিক যুক্তি রয়েছে ।



৩টি মন্তব্য:

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.